বাঁশখালীর ঐতিহ্যবাহী রামদাশ মুন্সির বাজারের নবগঠিত কমিঠির আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা আ,ন,ম ফরহাদুল আলম।।
বাঁশখালীর ঐতিহ্যবাহী রামদাশ মুন্সির বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের নবগঠিত কমিঠি অনুমোদিত হয়।
৩০ই ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় রামদাশ মুন্সির বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা আ,ন,ম ফরহাদুল আলমকে আহবায়ক করে,৪ জনকে যুগ্ন আহবায়ক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিঠি
এবং বিভিন্ন উপ-কমিঠি অনুমোদিত হয়।
সুধির মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাই প্রধান অতিথি হিসেবে অপস্থিত ছিলেন
বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি,কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ,ন ম শাহাদত আলম।
উপস্থিত ছিলেন ডাঃ ফররুখ
আহমেদ,পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফা কামাল।
নেপাল কান্তি গুহ,
আজিজুল হক,
তড়িৎ গুহ,অজিত ধর
উজ্জল দেব সহ বাজারের সকল ব্যবসায়ী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
0 Comments