শিরোনাম

6/recent/ticker-posts

বাঁশখালীর কালীপুর ইউনিয়নে "পূর্বকোকদন্ডী সরকারী প্রাথমিক" বিদ্যালয়ে শহীদ মিনার উদ্ভোধন।

 বাঁশখালীর কালীপুর ইউনিয়নে "পূর্বকোকদন্ডী সরকারী প্রাথমিক" বিদ্যালয়ে শহীদ মিনার উদ্ভোধন। 


  মোহাম্মদ মিনহাজউদ্দীন   

১৬ই ডিসেম্বর সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় স্কুল মাঠ প্রঙ্গানে।


উদ্ভোধক--প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বাঁশখালী  কালীপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি এড ভােকেট আ,ন,ম শাহাদত আলম।


পূর্বকোকদন্ডী সরকারী প্রাথমিক" বিদ্যালয়ের -- পরিচালনা পরিষদের সভাপতি,সাবেক ছাত্রনেতা আ,ন ম ফরহাদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়  


প্রধান শিক্ষক কামরুননেসা,সহ সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন । 


আওয়ামীলীগ নেতা,আমির হোসেন বাবুল ভাই,সাবেক ছাত্রনেতা শফিক ভাই,শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন,যুবলীগ নেতা মোহাম্মাদ ফরিদ, মামুন,ফরিদ উদ্দীন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাং নোমান,,ছাত্রলীগ  নেতা,রাশেদুল আলম, পারভেজ,হেলাল ফারুক,আরিফ,রমজান,কাইছর আবদুল মজিদ রুবেল, বাদশা সহ। 


৫নং কালিপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments