সংবাদদাতা এম আর মুজিব
মোজাম্বিকে বাঁশখালীর ব্যবসায়ীকে অপহরণ .....
৩রা নভেম্বর মোজাম্বিক সময় সকাল আনুমানিক ১০ টার সময়।
মোজাম্বিক মানিকা প্রভেন্সিয়া সিমুই সিটি থেকে রশিদ কমার্শিয়ালের মালিক মোহম্মদ রশিদ নামে এক বাঁশখালীর ব্যবসায়ী কে অপহরণ করা হয়।
খবর নিয়ে জানা যায় মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রশিদ সকালে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী দের কাজ পরিদর্শন করতে যায় সেখানে পাঁচজন অস্ত্রধারী পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেট কার করে তুলে নিয়ে যায়।
সেই খবর পাওয়ার পর সাথে সাথে নিকটস্থ পুলিশ স্টোশনে যোগাযোগ করা হয়।
পুলিশ স্টোশন থেকে জানানো হয় কোন ধরনের পুলিশ স্টোশন থেকে পাঠানো হয়নি।
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রশিদ এর দেশের বাড়ি চট্রগ্রাম জেলা বাঁশখালী উপজেলা পশ্চিম শীলকূপ মনকিচর। মোহাম্মদ রশিদ মোজাম্বিকে অনেক দিন ধরে সাফল্যের সাথে ব্যবসা করে আসছিল।বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে মোহাম্মদ রশিদ একজন নামকরা একজন সফল ব্যবসায়ী ছিলেন।
আরও কয়েকটি পএিকায় প্রকাশিত হয়েছে এই সংবা।
0 Comments