বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ এর লক্ষ্য ও উদ্দেশ্য :-
১/ বাঁশখালীর কোন প্রবাসী মারা গেলে ওনার পরিবারের পাশে দাঁড়ানো।
২/ প্রবাসী পরিবার এর দুঃখ দূর্দশা এবং সামজিক শোষণ ও নির্যাতনের বিরোদ্ধে রুখে দাড়ানো।
৩/ অকালে বিদেশ ফেরত প্রবাসীদের কর্ম সংস্থান তৈরি করা।
৪/ কোন সদস্য প্রবাসে মারা গেলে লাশ কিভাবে দ্রুত দেশে পাঠানো যায় সেটা নিশ্চিত করা, এবং প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করা ।
৫/ কর্মহীন বেকার প্রবাসীদের কাজের ব্যবস্থা করার মাধ্যমে বেকারত্ব নিরসন করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া ।
৬/ বাঁশখালীর কোন নাগরিক বিদেশ আসার আগে বা নতুন ভিসা নেওয়ার আগে আমাদের অফিসিয়াল ফেইজবুক আইডি, গ্রুপ অথবা পেইজ এর মাধ্যমে কোন তথ্য জানতে চাইলে সর্বোচ্ছ সহায়তা করা যেনো কোন দালাল চক্রধারা প্রতারিত না হয়।
৭/ আমাদের বাঁশখালী থেকে আদম বেপারী , হতদরিদ্র মানুষের রক্তচোষা , ভিসার দালালদের কঠোর হস্তে প্রতিরোধ করা।
৮/ হত দরিদ্র, এতিম, প্রতিবন্ধী,পরিবারের পাশে দাড়ানো।
৯/অসহায় এতিম ও আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য হেফাজখানা, মাদ্রাসা, স্কূল এবং কলেজ প্রতিষ্ঠা করা।
১০/ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাড়ানো।
১১/ অসহায় দুরারোধ্য আক্রান্ত দের পাশে দাড়ানো।
১২/ অসহায় পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সহায়তা করা।
১৩/ শীতকালীন গরীব অসহায় মানুষের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং পরিবেশ রক্ষায় প্রতি গ্রামে গ্রামে বৃক্ষরোপন করা হবে।
১৪/ ছেলেমেয়েদের মেধা বিকাশে শিক্ষাবৃত্তি এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা।
১৫/ মাদক প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি।
এসো আমরা প্রবাসীরা গরীব অসহায় মানুষের পাশে দাড়ায়।
0 Comments