শিরোনাম

6/recent/ticker-posts

বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদন

  আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়।


১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করেছে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ।


সারাদেশের মত যথাযোগ্য মর্যাদায় বাঁশখালীতে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বাঁশখালী উপজেলা  আওয়ামীলীগ,যু্বলীগ ও ছাত্রলীগের উদ্যোগে (৩ নভেম্বর)  বাঁশখালী পৌরসভাস্থ গ্রীণ কনভেনশন হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বাঁশখালী উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।



বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী থানা যুবলীগের সভাপতি বাহচড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান এড.আ.ন.ম শাহাদত আলম, শেখেরখীল ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, বৈলছড়ি ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী,  খানখানাবাদ ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন উদ্দীন চৌধুরী, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করিম শরীফি, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শামসুল আলম, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু, এড. তোফাইল বিন হোসাইন, মানিকুল আলম, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ,খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম হায়দার,খানখানাবাদ ইউনিয়ন  যুবলীগের সভাপতি কবিল আমিন জন্টু,ইউপি এনামুল হক মহিলা আওয়ামীলীগ  সহ আরও অনেক কে।

Post a Comment

0 Comments