বাঁশখালী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাঁশখালীর প্রথম সাংসদ, বীর মুক্তিযোদ্ধা শাহ ই জাহান চৌধুরী- ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ বেলা সাড়ে বারোটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি গত মাসের মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হয়েছিলেন।
শাহ ই জাহান চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ৬ দফা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৬৯ এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাঁশখালী আসন থেকে এমপি নির্বাচিত হন।
0 Comments