মোহাম্মদ এমরান চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
চট্টগ্রাম রিয়াজউদ্দীন বাজার তামাকুমুন্ডি লেইন ব্যবসায়ী ও কর্মচারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।
--------------------আপনি কেন মোবাইল ফোন মার্কায় তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইমরান ফরহাদ ভাইকে ভোট দিবেন????
"”"""""""""”""""""""""""""""""""""আমাদের জানামতে রিয়াজউদ্দিন বাজার তামাকুমুন্ডি লেইন এলাকায় সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসা-বাণিজ্য করে আসতেছে ইমরান ফরহাদ
------------------------------বিশেষ করে অত্র এলাকার সিনিয়র জুনিয়র সবার সাথে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে ওনার
বিশেষ করে ব্যবসায়ী কর্মচারী ও সাধারন জনগনের সাথে একটা বিশেষ সম্পর্ক আছে দীর্ঘদিন পর্যন্ত
----------------------অর্থ এলাকায় যেকোনো ধরনের সমস্যায় সবার আগে এগিয়ে আসা ব্যক্তির মধ্যে অন্যতম ইমরান ফরহাদ
----------------------বিশেষ করে অত্র এলাকায়
কোন নেতৃত্বে না থেকে যেভাবে উনি নিজের দায় বদ্ধতা থেকে বিভিন্ন ব্যবসায়িক সামাজিক প্রোগ্রাম এবং বিভিন্ন ব্যক্তির সমস্যায় বিপদ আপদে সাহায্য সহযোগিতা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়
-------------_------------অনেকে বলতে পারেন আমরা কেন ইমরান ফরহাদকে ভোট দিব
আমি যতটুকু দেখেছি শুনেছি এবং জেনেছি
উনি বিভিন্ন সময় বিশেষ করে করোনা মহামারীর সময় উনার জন্মস্থান সাতকানিয়ায় যেভাবে মানবতার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং উনার ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং উনার নিজস্ব বাসার ভাড়াটিয়া ভাড়া মাফ সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন
উনি অনেক মানবতার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন
------------------------আর্থিকভাবে উনি অনেকটা সফল এবং সমিতিতে উনি নির্বাচিত হয়ে আসলে সমিতির নাম বিক্রি করে কোন ইনকাম করার মতো দরকার উনার নেই
---------------তাই আমরা রিয়াজউদ্দিন বাজার তামাকুমুন্ডি লেইন ব্যবসায়ী প্রতিনিধিদের কে বিনীত ভাবে অনুরোধ করবো একজন মানবতার সেবক এবং ব্যবসায়ীদের সেবা করার উচ্চ মন-মানসিকতা করা ব্যক্তিকে আপনারা ১১তারিখ তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোবাইল ফোন মার্কায় আপনার মূল্যবান রায় প্রদান করে আপনাদের সেবা করার সুযোগ করে দিন
---------------কারণ একজন মানবতার সেবক কে মানবতার সেবা করার দায়িত্ব দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব
0 Comments